নর্থ ইস্ট মেডিকেলের ছাদ ধ্বসে, আহত ১৩
প্রকাশিত হয়েছে : ৫ ফেব্রুয়ারি, ২০২০ ১:১১ অপরাহ্ণ | সংবাদটি ৯ বার পঠিত
প্রান্তপ্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমায় নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন বিল্ডিংয়ের ধ্বসে ১৩ শ্রমিক আহত হয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় দক্ষিণ সুরমার নর্থইষ্ট মেডিকেলের নতুন ছাদ ধ্বসে পড়ে এ ঘটনা ঘটে। পরে সিলেট ফায়ার স্টেশনের স্টেশন অফিসার যিশু তালুকদারের নেতৃত্বে ২ টি গাড়ি শ্রমিকদের উদ্ধার করে।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রমিকরা ছাদ ঢালাইয়ের কাজ শেষ করার সাথে সাথেই ছাদ ধসে পড়ে। এতে শ্রমিকরা আহত হন।