করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা ৪৯২
প্রান্তডেস্ক:চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বেড়ে দাঁড়ালো ৪৯২ জনে। উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে নতুন করে দেশটিতে আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে এক দিনে। এদিকে জাপানে একটি ক্রুজ জাহাজে ১০ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়েছে আর হংকংয়ের প্রথম মৃত্যুর ঘটনার পর সেখানে ফ্লাইট চলাচল স্থগিত করেছে দুটি মার্কিন এয়ারলাইন্স।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার আরও ৬৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। চীনের মূল ভূ-খণ্ডের বাইরে এখন পর্যন্ত মারা গেছে অন্তত দুইজন। এতে চীনের মূলভূখণ্ডে মৃতের সংখ্যা ৪৯২ জনের দাঁড়িয়েছে, অধিকাংশ মৃত্যুর ঘটনাই ভাইরাসটির উৎসস্থল বলে বিবেচিত অবরুদ্ধ শহর উহান ও এর আশপাশে ঘটেছে। এছাড়া নতুন করে আরও ৩ হাজার ৮৮৭ জনেরও বেশি ব্যক্তির দেহে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
হংকংয়ে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে অন্তত ১৭ জন। এ কারণে শহরটির সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের দুটি এয়ারলাইন্স কোম্পানি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এখন পর্যন্ত চীনের বাইরে অন্তত ২৪টি দেশে ১৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই চীন থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করেছে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানসহ বেশ কয়েকটি দেশ।
ফিলিপাইনসহ অনেক দেশই ভাইরাসের প্রকোপ ঠেকাতে চীন থেকে আগতদের অন-অ্যারাইভাল ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে। বেশিরভাগ এয়ারলাইন্স কোম্পানিগুলো চীনগামী ফ্লাইট বন্ধ করে দিয়েছে। করোনাভাইরাসের কারণে বিশ্ব থেকে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন।