কোম্পানীগঞ্জে কোয়ারিতে গর্ত ধ্বসে শ্রমিকের মৃত্যু, আহত ২
প্রকাশিত হয়েছে : ২ ফেব্রুয়ারি, ২০২০ ২:২১ অপরাহ্ণ | সংবাদটি ২ বার পঠিত
:প্রান্তপ্রতিনিধি;সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ কোয়ারীতে গর্ত ধ্বসে এক শ্রমিক নিহত এবং দুই জন আহত হয়েছে। নিহত শ্রমিক নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে রুবেল মিয়া (২৪)।
জানা গেছে, উপজেলার বালুচর গ্রামের এরশাদ মিয়ার কোয়ারীর গর্তে রবিবার সকাল ১১ টার সময় এই দূর্ঘটনা ঘটে।
নিহতের লাশ উদ্ধার করে বর্তমানে সিলেট ওসমানী হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু শ্রমিক নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।