ঢাকায় হরতালের প্রভাব নেই
প্রান্তডেস্ক:ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর জনজীবনে তেমন প্রভাব পড়েনি। দোকানপাট যেমন খুলেছে, তেমনি রাস্তায়ও যান চলাচল স্বাভাবিক।শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার হরতালের কর্মসূচি ঘোষণা করেন। বিএনপির হরতালে সমর্থন দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।রাজধানীর বিভিন্ন সড়ক ও পাড়া মহল্লায় সপ্তাহের অন্য দিনগুলোর মত দোকানপাট খোলা রয়েছে; যান চলাচলও স্বাভাবিক। পাশাপাশি ব্যক্তিগত গাড়িও চলছে।রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এদিকে হরতাল ঘোষণার পর তা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। পরিবহন মালিক-শ্রমিকেরাও হরতালে গাড়ি চালানোর ঘোষণা দিয়েছেন।বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি মসিউর রহমান ও মহাসচিব খোন্দকার এনায়েত উল্লাহ গতকাল রাতে এক বিবৃতিতে বলেন, হরতালে বাস চলাচল স্বাভাবিক থাকবে। বাস ভাঙচুর ও আগুন দেওয়া হলে দায়দায়িত্ব বিএনপিকে নিতে হবে।