মৌ.বাজারে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস মন্ত্রী শাহাব উদ্দিনের
মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন আহমদ এমপি। তিনি মৌলভীবাজারের ‘দৈনিক মৌমাছিকণ্ঠ পত্রিকা’র ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষ্যে গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এ আশ্বাস প্রদান করেন। এসময় মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে ইতোমধ্যে আলাপ হয়ে গেছে। শীঘ্রই মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ ও পাবলিক বিশব্বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয়া হবে। এই লক্ষ্যে আমরা কাজ করছি।
মন্ত্রী আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। পাহাড় কাটা, গাছ কাটা ইত্যাদি সকলের প্রচেষ্টায় বন্ধ করতে হবে। মন্ত্রী পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, আমরা এখন থেকে আমাদের নিজ দায়িত্বে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ করে দিবো। কারণ পরিবেশের ভারসাম্য নষ্ট করতে পলিথিনের ভুমিকা অধিক। তাই যারা নিষিদ্ধ এই পলিথিন ব্যাগ ব্যবহার ও বিক্রি করছেন তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পলিথিন ব্যাগ ব্যবহার ও বিক্রি বন্ধ করে পরিবেশকে হুমকির হাত থকে রক্ষা করে আগামীর প্রজন্মকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে সরকারকে সহযোগিতা করুন।