সাংবাদিক মিথুন মাহফুজ আর নেই
প্রান্তডেস্ক:দৈনিক আমাদের সময় পত্রিকায় সিনিয়র রিপোর্টার মাহফুজুর রহমান মিথুন মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শনিবার সকালে মৃত্যুবরণ করেন তিনি। মিথুন মাহফুজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই লতিফুর রহমান রিপন।
লতিফুর রহমান বলেন, ‘সকাল ৮টা পর্যন্ত ভাইয়ের সঙ্গে কথা বলেছি। হঠাৎ ৯টার দিকে দেখি ভাই কথা বলছে না। পরে অ্যাম্বুলেন্সে করে ১০টা ২০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার ঘণ্টাখানেক আগেই তার মৃত্যু হয়েছে।’
মিথুনের সহকর্মীরা জানান, মিথুন মাহফুজ ভাই মারা গেছেন। আজ শনিবার তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে সকালে তাকে বারডেম হাসপাতালে আনা হয়। ইসিজির পর কর্তব্যরত চিকিৎসক সকাল প্রায় সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এখনো তার লাশ হাসপাতালেই রয়েছে।
সাংবাদিক মিথুন মাহফুজের গ্রামের বাড়ি খুলনার পাইকগাছায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ছিলেন।