মিলনে অভিযোগ, লাঙ্গলে ভোট দিলে কনফারমেশন আসে না
ভোটদানের পদ্ধতি ভালো হলেও লাঙ্গল মার্কায় ভোট দিলে ইভিএম মেশিনে কনফার্মেশন আসে না বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটির জাতীয় পার্টির মেয়রপ্রার্থী সাইফুদ্দিন মিলন।(আজ)শনিবার দুপুরে সুরিটোলা ভোটকেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ অভিযোগ করেন।মিলন বলেন, সকাল থেকে বিভিন্ন কেন্দ্র থেকে অভিযোগ এসেছে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়া যাচ্ছে না। প্রায় বিশ থেকে ২৫টি ভোটকেন্দ্র থেকে এ অভিযোগ আসে।তিনি বলেন, সব কেন্দ্রে আমরা এজেন্ট দিতে পারিনি। তবে যেসব কেন্দ্রে এজেন্ট দেওয়া হয়েছে তাদের সরকারি দলের লোকজন কেন্দ্রের ভেতরে ঢুকতে দেয়নি।ভোটারের উপস্থিতি কম জানিয়ে জাতীয় পার্টির এই প্রার্থী বলেন, সকাল থেকে আমি বিভিন্ন কেন্দ্রে গিয়েছি। তবে ভোটার উপস্থিতি একেবারেই কম। আমরা মনে করেছিলাম ৬০ শতাংশ ভোটারের উপস্থিতি প্রত্যাশা ছিল। সেখানে ২০ শতাংশও হয়নি।