ফিঙ্গারপ্রিন্ট মিলেনি সিইসির
প্রকাশিত হয়েছে : ১ ফেব্রুয়ারি, ২০২০ ১:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৮ বার পঠিত
প্রান্তডেস্ক:ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে গিয়ে বিপাকে পড়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ফিঙ্গারপ্রিন্ট না মেলায় তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) দেখিয়ে নিজের ভোট দিয়েছেন।শনিবার বেলা সোয়া ১১ টার দিকে উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন তিনি। সিইসি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটার।শুধু উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেই নয়, ইস্পাহানি বালিকা বিদ্যালয় কেন্দ্রেও ফিঙ্গারপ্রিন্ট মিলেনি অনেকের। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল কুদ্দুস বলেন, এ কেন্দ্রে ভোটার ১৮০৫। এরমধ্যে ২২২ জন ভোট দিয়েছেন যার মধ্যে ১২ জনের ফিঙ্গারপ্রিন্ট মিলেনি। তারা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ভোট দিয়েছেন।