ভোট দিয়ে যা বললেন তাপস
প্রান্তডেস্ক:ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ভোটাধিকার প্রয়োগ করেছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির ৭/এ তে ড. মালিকা বিশ্ববিদ্যালয় কলেজে কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
পরে সাংবাদিকদের তাপস বলেন, আমি সকালেই বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেছি। মানুষ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রয়োগ করছেন। কোথাও কোনো অঘটন এখনও ঘটেনি। আশা করছি, সারাদিনই মানুষ শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জনগণ আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে এই আশা করি।
ইভিএম প্রসঙ্গে তাপস বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) খুব সহজভাবেই ভোট দিলাম। এই প্রথম আমি ইভিএমে ভোট দিলাম। কাউন্সিল পদে ধানমন্ডি ১৫ নং ওয়ার্ডের রফিকুল ইসলামকে ঘুড়ি মার্কায় ভোট দিয়েছে।
তিনি আরও বলেন, আমি যখন গণসংযোগ করেছি। তখন দেখেছি ঢাকাবাসীকে ইভিএম নিয়ে তাদের মধ্যে কোনো শঙ্কা ছিল না। এটাকে ঢাকাবাসী সাদরে গ্রহণ করবে এবং উন্নত নগরী করার জন্য নৌকায় ভোট দেবে।