লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর সুস্থতা কামনায় সিলেটে আ.লীগের মিলাদ-দোয়া আজ
প্রকাশিত হয়েছে : ১ ফেব্রুয়ারি, ২০২০ ১:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৮ বার পঠিত
নিজস্বপ্রতিবেদক::: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর আশু সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের উদ্যোগ নিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
আজ শনিবার বাদ আছর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে অনুষ্ঠিতব্য মিলাদ ও দোয়া মাহফিলে জেলা ও মহানগর আওয়ামী লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।