জাতিরপিতা বঙ্গবন্ধুর ছবি নিয়ে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গে প্রবাসী বাংলাদেশী
প্রান্তডেস্ক:বঙ্গবন্ধুর ছবি বুকে নিয়ে আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গে উঠেছেন এক প্রবাসী বাংলাদেশী। আর্জেন্টিনার স্থানীয় সময় সোমবার বিকেল সাড়ে ৪টায় দ্বিতীয় বাংলাদেশী হিসেবে উত্তর ও দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এ্যাকনকাগুয়া জয় করেন কাজী শাহরিয়ার সুজন। এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি। খবর বিডিনিউজের।সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ব্যবস্থাপক হিসেবে কর্মরত কাজী শাহরিয়ার সুজনের বাস যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্ট সিটিতে। এর আগে ২০১১ সালের ১৬ ডিসেম্বর প্রথম বাংলাদেশী হিসেবে এ্যাকনকাগুয়া জয় করেন পর্বতারোহী ওয়াজফিয়া নাজনীন।চূড়ায় ওঠার সময় শাহরিয়ারের বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা ছিল। পাশাপাশি তার বুকে ছিল বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের ছবি। ছয় হাজার ৯৬২ মিটার (২২৮৪১ ফুট) উঁচু মাউন্ট এ্যাকনকাগুয়ার চূড়ায় আরোহণের অর্জনকে ইতোমধ্যে তিনি বঙ্গবন্ধুকে উৎসর্গ করেছেন।