ছাতকে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, আটক ৩
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলায় সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত তিনটার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছোট মায়েরকুল গ্রামের পাবেল মিয়া (২০)।
বুধবার সকালে দক্ষিন খুরমা ইউনিয়নের ছোট মায়েরকুল গ্রামে আবদুল কুদ্দুছ ও জসিম উদ্দিন পক্ষের মধ্যে পতিত জমি দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত পাবেল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পাবেল মিয়া ছোট মায়েরকুল গ্রামের ফারুক মিয়ার পুত্র। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে পুলিশ গ্রামের আবদুল কাদিরের পুত্র হাবিবুর রহমান (২০), মন্তাজ আলীর পুত্র জাকির হোসেন (২৮), আবদুন নুরের পুত্র আলী নুর (১৮) কে আটক করেছে।
স্থানীয় ইউপি সদস্য ইলিয়াছ মিয়াকে পুলিশ আটক করলেও পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
আহত পাবেলের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের লোকজন ঘরবাড়ী ছেড়ে পালিয়ে যায়। এ সুযোগে একটি মহল গ্রামে লুটপাটও চালিয়েছে বলে অভিযোগ ওঠেছে। তারা অনেক পরিবারের গরু ছাগল ও বসতঘর থেকে মালামাল লুট করে নিয়েছে বলে জানা যায়।
ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের হয়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।