মদন মোহন কলেজের সাবেক অধ্যাপক ফজলুল হকের ইন্তেকাল
নিজস্বপ্রতিবেদক: শেখঘাটের বিশিষ্ট মুরব্বী শেখঘাট মসজিদ কমিটির সহ সভাপতি ও মদন মোহন কলেজ এর সাবেক ইসলামের ইতিহাস বিভাগ এর প্রধান, অধ্যাপক ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সদস্য মো: আজিজুল হক মঞ্জুর বড় ভাই জনাব আলহাজ্ব ফজলুল হক সাহেব আজ সকাল ০৯:৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।তিনি দীর্ঘদিন যাবত হার্ট এবং কিডনির সমস্যায় ভোগ ছিলেন ।
মৃত্যুকালে আলহাজ্ব ফজলুল হক দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাযা আজ বাদ এশা শেখঘাট জামে মসজিদে অনুষ্টিত হবে।
উনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো: লুৎফুর রহমান ও সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।