নির্বাচন কন্ট্রোল রুমের নিরাপত্তায় র্যাব চেয়ে চিঠি
প্রান্তডেস্ক:ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনের ফলাফল গ্রহণ ও পরিবেশন কেন্দ্র এবং কন্ট্রোল রুম হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে নির্ধারণ করা হয়েছে। এই কন্ট্রোল রুমের অতিরিক্ত নিরাপত্তার জন্য র্যাব চাওয়া হয়েছে।বুধবার র্যাব-২ এর অধিনায়ক বরাবর এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।চিঠিতে বলা হয়, ‘১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্র থেকে ফলাফল গ্রহণ ও পরিবেশন কেন্দ্র এবং কন্ট্রোল রুম হিসেবে নির্ধারিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা প্রয়োজন। নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অতিরিক্ত নিরাপত্তা হিসেবে র্যাব মোতায়েনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’