২৬ জানুয়ারি সিলেট আসছেন পুলিশের আইজি
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি, ২০২০ ৪:০২ অপরাহ্ণ | সংবাদটি ১২ বার পঠিত
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) আগামী ২৬ জানুয়ারি সিলেট আসবেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট জেলা পুলিশের উদ্যোগে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা আগামী ২৬ জানুয়ারী জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হবে। এই পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করবেন তিনি।
সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম ও সিলেট জেলা পুলিশ এর পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম আহ্বান জানিয়েছেন।